জাতীয়

যথাযথ পদায়নের দাবি মৎস্য ডিপ্লোমাধারীদের

মৎস্য অধিদফতরের মাঠ পর্যায়ে ২য় ও ৩য় শ্রেণির সকল পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীদের পদায়নের দাবি জানিয়েছে ফিসারিজ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত  মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে সরকারি ডিপ্লোমা ইন্সটিটিউড থেকে উত্তীর্ণদের যৌক্তিক ও প্রত্যাশিত পদগুলো থেকে বঞ্চিত করে তাদের সমাজ ও পারিবারিক জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। অন্যদিকে একই সঙ্গে সরকারিভাবে আরো ১১ টি মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউড স্থাপন করে দক্ষ ছেলে মেয়েদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, দেশের একমাত্র সরকারি মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট হতে গত ৩ বছরে ৬৬জন ছাত্র পাশ করে বেকার বসে আছে। অথচ তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মৎস্য অধিদফতরের অধীন মাঠ পর্যায়ের পদগুলোতে নিয়োগ পাওয়া। মানববন্ধনে মৎস্য ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান, কাজী ইয়াদুল ইসলাম, কাউছার আলম, বিশ্বজিৎ দাস প্রমুখ। এএস/ এমএমজেড/এএইচ/এমএস