দেশজুড়ে

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কারিমুল ইসলাম (১৫)। তবে অন্য জনের নাম জানা যায়নি। আহত মেহেদী গাজী (২০) খুলনার ডুমুরিয়া উপজেলার কাতামদিয়া গ্রামের মনসুর আলী গাজীর ছেলে। বাকি দু`জনের পরিচয় এখনো জানা যায়নি।ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল ৯টায় সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী বাস (নং জ- ১১-০০৩৬) খুলনার দিকে যাচ্ছিল। বাসটি ডুমুরিয়া উপজেলার চুকনগরে পৌঁছালে দুইযাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কারিমুল ইসলামসহ দুইজন নিহত হন। এসময় ভ্যানের যাত্রী মেহেদীসহ বাসের আরো দুই যাত্রী আহত হন। আহতদের ডুমুরিয়ার একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।আলমগীর হান্নান/এফএ/এমএস