সম্প্রতি কিছুদিন পরপরই যাত্রীবাহী প্লেনে অদ্ভুত সব কাণ্ড ঘটার খবর পাওয়া যাচ্ছে। নারী যাত্রীর গায়ে প্রস্রাব, প্লেনের ক্রুদের মারধর, শৌচাগারে ঢুকে ধূমপানের মতো ঘটনা ঘটতে বাকি নেই। তবে এবারের ঘটনা কিছুটা আলাদা। মদ্যপ অবস্থায় পুরুষ কেবিন ক্রুকে জোর করেই চুমু দিয়ে বসেছেন এক পুরুষ যাত্রী।
ঘটনাটি ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেনের। গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল প্লেনটি। ঘটনায় অভিযুক্ত প্রথম শ্রেণির যাত্রী ৬১ বছরের ডেভিড এলন বার্ক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন পুরুষ ফ্লাইট অ্যাটেন্ড্যান্টকে জোর করেই চুমু খেয়েছেন।
আরও পড়ুন>> মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলায় কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ
এ ঘটনায় প্লেনের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। চরম অস্বস্তি বোধ করেন ওই কেবিন ক্রু। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, মিনেসোটা থেকে প্লেন উড্ডয়নের পরপরই মদ চেয়েছিলেন ডেভিড। প্রথমে নিষেধ করা হলেও পরে তাকে রেড ওয়াইন পরিবেশন করা হয়। খুশিতে ডগমগ হন তিনি ও তার কিছুক্ষণ পরেই আজব ওই কাণ্ড করে বসেন।
আরও পড়ুন>> বান্ধবীকে উড়ন্ত প্লেনের ককপিটে বসিয়ে গল্পে মত্ত পাইলট!
ভু্ক্তভোগী কেবিন ক্রুর অভিযোগ, প্রথম তার শারীরিক সৌন্দর্যের প্রশংসা করেন ডেভিড। এরপর বারণ করা সত্ত্বেও মদ্যপ অবস্থায় জোর করে তার ঘাড়ে চুম্বন করেন। প্লেনটি আলাস্কায় পৌঁছাতেই ওই কেবিন ক্রু পুরো ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত যাত্রী।
অভিযুক্ত ডেভিড বলেন, আমি মদ্যপ অবস্থায় কী করেছি তার কিছুই মনে নেই। এক কেবিন ক্রুকে চুম্বন ছাড়াও প্লেনের বাসনপত্র ভাঙা ও অন্য ক্রুদের হেনস্তারও অভিযোগ উঠেছে ডেভিডের বিরুদ্ধে।
আরও পড়ুন>> সৌদি আরবে শিলাবৃষ্টি!
সূত্র: লাইভমিন্ট
এসএএইচ