দেশজুড়ে

মীর কাশেমের ফাঁসি বহাল রাখায় মানিকগঞ্জে মিষ্টি বিতরণ

আপিলেও ফাঁসির রায় বহাল রাখায় জামায়াত নেতা মীর কাশেম আলীর গ্রামের বাড়ি মানিকগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুদণ্ড বহাল রাখার রায় ঘোষণার পর পরই মানিকগঞ্জ শহর ও হরিরামপুর উপজেলায় এই আনন্দ মিছিল হয়।এ সময় মুক্তিযোদ্ধারা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তার লাশ মাানিকগঞ্জে দাফন করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন।দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ কোর্ট চত্বর থেকে জেলা ঘাতক দালাল নিমূল কমিটি, গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধারা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ঘাতক দালাল নিমূল কমিটির নেতা অ্যাডভোকেট দীপক ঘোষ, অ্যাড.সাখাওয়াত হোসেন, লক্ষী চ্যাটার্জী, জেলা গণজাগরণ মঞ্চের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান মামুন।একই সময় হরিরামপুর উপজেলা সদরে একটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।প্রসঙ্গত, মীর কাশেম আলীর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে। তবে মুক্তিযুদ্ধের সময় ছাত্র সংঘের নেতা হিসেবে তিনি চট্টগ্রামে পাক হানাদার বাহিনীর পক্ষে কাজ করে।বি.এম খোরশেদ/এসএস/পিআর