জাতীয়

খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় কথিত বন্দুকযুদ্ধে পিয়াস নামে এক জেএমবি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ডিবি দক্ষিণের একটি দলের বিশেষ অভিযানে গুলিবিদ্ধ হয় এ জেএমবি নেতা।মঙ্গলবার ভোরে খিলগাঁও খিদমা হাসপাতালের পাশে রেললাইনের কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা এবং কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ।খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি দলের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে ওই যুবক আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম পিয়াস (৩৫)। তার পড়নে জিন্স ও শার্ট ছিল।দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বলেন, খিদমা হাসপাতালের পাশে জেএমবি সদস্যদের অবস্থানের খবর পেয়ে তারা সেখানে অভিযানে যান। গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ওই যুবক গুলিবিদ্ধ হয়।তিনি আরও বলেন, পিয়াস অল্প বয়সেই জেএমবির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন। এক সময় চট্টগ্রাম জেএমবির সামরিক শাখার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।গত বছরের অক্টোবরে চট্টগ্রামে ব্যাংক ডাকাতি করতে গিয়ে আহত হওয়ার পর পিয়াস ঢাকায় চলে আসেন। ঢাকতে জেএমবিতে লোকজন রিক্রুট করার দায়িত্ব পালন করতেন। হোসনে দালানে জেএমবির যে দলটি অংশ নিয়েছিল তার সঙ্গে পিয়াসের ঘনিষ্ট যোগাযোগ ছিল বলেও দাবি করেন এ গোয়েন্দা কর্মকর্তা।জেইউ/এআরএস/এমএস