দেশজুড়ে

রাজশাহীতে তিন মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীর চারঘাটে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের  বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন- রুবেল (২৫), জালাল উদ্দিন (২৫) ও দেলোয়ার হোসেন (২৭)। চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, আসামিরা উপজেলার টাঙ্গন এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সহকারী কমিশনার (ভূমি) জাকিউল তাদের ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।শাহরিয়ার অনতু/এসএস/এবিএস