খেলাধুলা

জয় দিয়ে আফগানদের বিশ্বকাপ মিশন শুরু

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আফগানিস্তান। মঙ্গলবার প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪ রানের দারুণ এক জয় পায় আফগানরা। নাগপুরের ভিদভ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদের ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় করা ৬১ ও আসগরের ৫০ বলে করা ৫৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেন মুনসে। ৪০ রান আসে কোয়েৎজারের ব্যাট থেকে। এ ছাড়া ৩৬ রান করেন মাচান।এমআর/এমএস