দেশজুড়ে

খুলনায় জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ৫ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত জুট মিল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা খালিশপুর নতুন রাস্তা মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন।তিনি বলেন, পাটকলগুলোতে চরম কাঁচা পাট সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের সপ্তাহের মজুরি সপ্তাহে পাওয়া যায় না। ইতোমধ্যে মিলগুলোর শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। তাই পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। এ সময় আরও বক্তৃতা করেন- শাহা আলম, কওছার আলী মৃধা, দ্বীন ইসলাম, বেল্লাল মল্লিক, খলিলুর রহমান, আব্দুল মান্নান, ওমর ফারুক, জাহাঙ্গীর হোসেন, রশীদ মোল্লা, তরিকুল ইসলাম, ইউনুস হাওলাদার, আবুল কালাম জিয়া, আবু জাফর, সত্তার হাওলাদার, হামিদ ফারুক, ইসমাইল হোসেন, মাহফুজ, জাকির হোসেন, রুস্তম আলী, জয়া গাজী ও আবু হানিফ প্রমুখ। অপরদিকে, আটরা-গিলাতলা শিল্পাঞ্চলে রাজপথ রেলপথ অবরোধ চলাকালে বক্তৃতা করেন- ইস্টার্ন জুট মিলের সিবিএ সভাপতি মো. আলাউদ্দিন, ঐক্য পরিষদের সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, আলীম জুট মিলের সিবিএ সভাপতি আ. সালাম জমাদ্দার, সাধারণ সম্পাদক আ. রশিদ, সাইফুল ইসলাম লিটু, হাফেজ আব্দুস সালাম, মো. ইজদান আলী, তবিবর রহমান, আফছার আলী, ইফসুফ গাজী, শেখ জাকারিয়া, হাসান শরীফ, বাবুল রেজা, আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, মিলের উৎপাদন শুরু ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।আলমগীর হান্নান/এসএস/পিআর