চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুক্রবার দিনগত রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর ৮নং মহাবিপদ সংকেত ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে জাগো নিউজকে বলেন, শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানতে ফ্লাইট অপারেশন বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে রোববার দিনগত রাত ১২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন/এমএইচআর/ এমএস