রাজনীতি

যারা ৭ মার্চ স্বীকার করে না তারা স্বাধীনতা-বিরোধী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা ৭ মার্চকে স্বীকার করে না, শ্রদ্ধা করে না, তারা স্বাধীনতা-বিরোধী। যারা বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে সমালোচনা করে তারা কখনো দেশের মঙ্গল চায় না। ইতিহাস সাক্ষী দেয় বঙ্গবন্ধুকে হত্যা করার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয়।বুধবার বিকেলে মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ‘৭ মার্চ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. শাহীন সরদারের পরিচালনায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল সলিলের হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় মন্ত্রী আরো বলেন, ৭১’র চেতনাকে সরিয়ে জিয়াউর রহমানের দেখানো পথেই খালেদা জিয়া একই পথে চলছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন সেটা আমি স্বীকার করি না। কারণ জিয়াউর রহমান বলেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, হাফিজুর রহমান ডাবলু, হুমায়ূন কবির, আলমগীর হোসেন, শাখাওয়াত হক জোসেফ, শাখাওয়াত হোসেন, তাজুল ইসলাম মান্না, শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, জহুর বারু আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আহমেদ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আমিন প্রমুখ।বিএ