অর্থনীতি

সিএমসি কামালের শেয়ার দর বাড়ার মূল্য সংবেদনশীল তথ্য নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএমসি কামালের শেয়ার দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই। অকারণেই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ প্রদান করলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রে জানা যায়, কিছু দিন ধরে কোম্পানির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে জানানো হয়, কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানির নিকট নেই।কোম্পানিটির শেয়ার দর বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ১৭ টাকা। বুধবার কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৬০ পয়সা। এ সময়ে ১৪ কার্যদিবসের মধ্যে মাত্র ২দিন শেয়ারটির দর কমেছে। অন্য ১২ কার্যদিবসে শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বেড়েছে। আর এটাকে অস্বাভাবিক বলে মনে করে নোটিশ দেয় ডিএসই।এসআই/আরএস/আরআইপি