দেশজুড়ে

ডেন্টাল সার্জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

শরীয়তপুর সদর হাসপাতালের ডেন্টাল সার্জন সাকিব এর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। তিনি অফিস চলাকালীন হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট ক্লিনিকে প্রাকটিস করায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সকাল ১০টার সময় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেন্টাল সার্জন সাকিবের চেম্বার খোলা রয়েছে। অনেক রোগী সরকারি টিকিট করে তার চেম্বারের কাছে দাঁড়িয়ে আছেন। কিন্তু ডাক্তারের খবর নেই। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি নিরাময় ডেন্টাল ক্লিনিকে আছেন বলে জানান। সখিপুর থেকে দাঁতের চিকিৎসা নিতে আসা আবু সালেহ (৪৫) বলেন, আমি গত তিনদিন আগে এই ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার জন্য এসেছিলাম কিন্তু ওইদিন তাকে পাইনি। আজ আবার এসেছি। এসে দেখি ডাক্তারের চেম্বার খোলা আছে কিন্তু ডাক্তার নাই।স্বর্ণঘোষ থেকে চিকিৎসা নিতে আসা পাভেল শিকদার (২৩) বলেন, আমি একদিনও এসে ডাক্তারকে হাসপাতালে পাইনি। হাসপাতালে এসে শুনি তিনি তার ব্যক্তিগত ক্লিনিকে বসে রোগী দেখছেন। তার সঙ্গে কথা বললেই তিনি তার ক্লিনিকে আসতে বলেন। ক্লিনিকে গেলেই তো টাকা লাগে। আমরা গরীব মানুষ। ক্লিনিকে চিকিৎসা করতে আমরা এতো টাকা পাই কই ?দক্ষিণ বালুচরা থেকে চিকিৎসা নিতে আসা আবদুস সালাম (৪৫) বলেন, হাসপাতালে এসে ডাক্তার সাকিবকে কখনই পাইনি। আসলেই শুনি তিনি ক্লিনিকে আছেন। আজ ভাবছি ওনার ক্লিনিকে যাব।দাদপুর থেকে আসা গুলজান বিবি (৫৫) বলেন, আমি এত দূর থেকে এসে যদি হাসপাতালে ডাক্তার না পাই, তাহলে কেমন লাগে? এসে শুনি ডাক্তার ক্লিনিকে রোগী দেখছে, তাহলে আমাদের দেখবে কে?ডাক্তার সাকিবের চেম্বারে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ডাক্তার সাকিব তার নিজস্ব চেম্বারে বসে প্রাইভেট রোগী দেখছেন। এ ব্যাপারে তার সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতালে রোগী দেখার মতো কোন যন্ত্রপাতি নেই। তাই ক্লিনিকে বসে রোগী দেখছি। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শেখ মোস্তফা খোকন বলেন, অফিস চলাকালীন একজন ডাক্তার বাইরের চেম্বারে বসে রোগী দেখতে পারেন না। আমি ব্যাপারটি দেখছি।ছগির হোসেন/এসএস/এমএস