দেশজুড়ে

স্বামীর চোখ তুলে নিল স্ত্রী ও শ্যালক

পিরোজপুরের নাজিরপুরের মালিখালীতে শ্বশুর বাড়িতে বেড়াতে আসা মাহাবুব মোল্লার (৩২) দুচোখ তুলে নিয়েছেন তার শ্যালক ও স্ত্রী। এ ঘটনায় মাহাবুবের সঙ্গে হাসপাতালে আসা স্ত্রী ফজিলা বেগমকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। মাহাবুব জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তার বিরুদ্ধে জেলার মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বাগেরহাট সদর থানায় পৃথক দুটি চুরির মামলা রয়েছে।মাহাবুব মোল্লার স্ত্রী ফজিলা বেগম জানান, সম্প্রতি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে ছাত্রদল নেতা সামসুল হক ছোট্ট হত্যা মামলার প্রধান আসামি মোয়াজ্জেম সিকদারের সহযোগী হিসাবে তার কাছে (মোয়াজ্জেম) থাকত তার স্বামী মাহাবুব মোল্লা। ওই হত্যাকাণ্ডের ২ দিন পর গত বৃহস্পতিবার সে তার শ্বশুর বাড়িতে পালিয়ে আসে। শনিবার রাতে মালিখালী ইউনিয়নের তুতবাড়ির একটি পানের বরজে পান চুরি করে ধরা পড়লে স্থানীয় জনতা তার দুচোখ উৎপাটন করে তুতবাড়ি রাস্তার উপর ফেলে রাখলে রোববার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু স্ত্রী ফজিলার বক্তব্যকে অস্বীকার করে মাহাবুব জানায়, শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নেওয়ার জন্য আসলে স্ত্রী ফজিলাসহ শ্যালক আজগর, ফাইজুল ও বাবুল তার হাত-পা বেঁধে চোখ উৎপাটন করে রাস্তায় ফেলে রাখে।ঘটনার বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ‘মাহাবুব গত বছর রোজার সময় শ্বশুর বাড়িতে অবস্থানকালে চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত হয়। এ ঘটনায় দ্বায়ভার শ্বশুরবাড়ির লোকজনের ওপর পড়লে তারা ক্ষিপ্ত হয়ে মাহাবুবের চোখ উপড়ে ফেলেন। এ ঘটনায় মাহবুবকে বাদী করে একটি এজাহার নেয়া হয়েছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী ফজিলাকে আটক করা হয়েছে।হাসান মামুন/এফএ/এবিএস