কুমিল্লায় ৮৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মাঠের বাস্কেট গ্রাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ গোলামুর রহমান, ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মো. মেহেদী হাসান প্রমুখ।বিজিবি জানায়, গত বছরের ৯ জানুয়ারি থেকে চলতি বছরের গত ১০ মার্চ পর্যন্ত কুমিল্লাস্থ ১০ বিজিবি সদস্যরা ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ১৩০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- এক কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৯৬০ টাকার ভারতীয় গাঁজা, ৮৯ লাখ ৭২ হাজার ৪০০ টাকার ফেনসিডিল, সাত কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার বিভিন্ন প্রকার হুইস্কি, ৪৪ লাখ ১১ হাজার ৫০০ টাকার হিউমেন বিয়ার, ৩৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকার ভোদকা, ৩৯ লাখ ১৬ হাজার ৫০০ টাকার ট্যাঙ্গু, ৩৩ হাজার ৬০০ টাকার মদ, তিন লাখ ৬৬ হাজার ৬০০ টাকার ইয়াবা ট্যাবলেট, দুই লাখ ৮৫ হাজার ৪৫০ টাকার ইনজেকশন, ৭৩ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ১২০ টাকার বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১২ লাখ ৫৮ হাজার টাকার সিরাপ। কামাল উদ্দিন/এআরএ/পিআর