দেশজুড়ে

টেকনাফে ইয়াবাসহ দুই সহোদর আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ দুই সহোদরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে তাদের আটক করা হয়।আটকরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. রফিক (২২) ও তার ভাই মো. ফেরদৌস (২৫)।টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, সকালে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের হাবিলদার শাহজাহানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মৃত চাঁদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, ৯০ হাজার নগদ টাকা ও মোবাইল সেটসহ তাদের আটক করে।  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। ইয়াবাসহ আটকদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর