বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বৈঠক করেছেন। রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।ভারতের হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত অব্যাহত সহযোগিতা করতে আগ্রহী। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশের অর্জনের ভূয়শী প্রশংসা করেন। হাইকমিশনার, রামপাল প্রকল্প, ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগ, ক্রস বর্ডার বিদ্যুৎ বাণিজ্য, যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন, পশ্চিমবঙ্গ থেকে আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে এলএনজি ও ডিজেল আমদানি, প্রাইভেট বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশ ভারতের সহযোগিতা চায়। তিনি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির সঞ্চালন বাড়াতে হাইকমিশনারকে অনুরোধ করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান ও আগত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী ও ভারতীয় দূতাবাসের প্রথম সচিব (অর্থনীতি এবং প্রকল্প) গীনা উইকা উপস্থিত ছিলেন।এসএ/একে/পিআর