দেশজুড়ে

দুই কৃষি ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে ঋণের বিনিময়ে বন্ধকীকৃত ২ কোটি ৪০ লাখ টাকার সম্পত্তি দুর্নীতির মাধ্যমে ছাড়িয়ে দেয়ার অভিযোগে কৃষি ব্যাংকের দুই কর্মকর্তাসহ চারজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোবাবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে প্রত্যেককে আত্মসাৎকৃত টাকার মধ্যে ৬০ লাখ টাকা করে ফেরত এবং ৬০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন। দুদুকের বিশেষ পিপি অ্যাডভোকেট মেবজাহ উদ্দিন চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বায়েজিদের চা বোর্ড শাখার তৎকালীন ম্যানেজার শাহেদ হাসান, সেকেন্ড অফিসার মীর কাসেম, ফিশ হোম এন্টারপ্রাইজের কর্মকর্তা সাইদুল হক ও দীপক চৌধুরী। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রফতানিকারক প্রতিষ্ঠান ফিশ হোমে এন্টারপ্রাইজ রফতানিযোগ্য সম্পত্তি কৃষি ব্যাংক চা বোর্ড শাখায় ব্যাংকে বন্ধক রেখে ২ কোটি ৪০ লাখ টাকার ঋণ নেয়। পরবর্তীতে আসামিরা পরস্পরের জোগসাজশে ব্যাংক কর্তৃপক্ষের অগোচরে বন্ধকীকৃত সম্পত্তি ছাড়িয়ে নেন।এ ঘটনায় ব্যাংকের আরেক ম্যানেজার আকিবুর রহমান ১৯৯২ সালের ২৪ সেপ্টেম্বর বায়েজিদ থানায় এই চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলা দুদুকের সিডিউলভুক্ত হওয়ার পর সিআইডি তদন্ত করে। ১৯৯৮ সালের ১৫ জানুয়ারি এই চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। মামলায় মোট ১৮ জনের সাক্ষী শেষে রোববার এ রায় দেন আদালত।জীবন মুছা/এসএইচএস/পিআর