রাজবাড়ীতে ঝাড়ফুঁকের কথা বলে দুই সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে কবিরাজসহ দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৫ জুন) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সাব্বির ফয়েজ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ এবং তার সহযোগী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস ।
ভুক্তভোগী নারী (৩৮) জানান, সাত বছর আগে তার প্রথম স্বামীর সঙ্গে তালাক হয়। দুবছর আগে টাঙ্গাইলে তার দ্বিতীয় বিয়ে হয়। তিনি তার বাবাবাড়ি থাকেন। ২০২১ সালের ৮ এপ্রিল শরীর, হাত-পা ব্যথা হওয়ায় তার মা স্থানীয় একটি বাজার থেকে ওষুধ এনে দেন। ওষুধে কাজ না হওয়ায় তার মা কবিরাজ মান্নান গাইনকে বাড়িতে ডাকেন।
ওই নারী আরও জানান, ১২ এপ্রিল রাতে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ তাদের বাড়িতে এসে তাকে ঝাড়ফুঁক করেন। এ থেকে মুক্তি পেতে রাতে তিন রাস্তার মোড়ে নিয়ে যান কবিরাজ মান্নান গাইন ও তার সহকারী ফারুক বিশ্বাস। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। তারা বিষয়টি কাউকে বললে বান মারার হুমকি দিয়ে বাড়ি দিয়ে আসে। পরবর্তীতে ওই নারী বিষয়টি পরিবারের সবার সঙ্গে আলোচনা করে মামলা করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস