দেশজুড়ে

মাদারীপুরে হাতকড়াসহ পালিয়েছেন মাদক মামলার আসামি

মাদারীপুরের ডাসারে খোকন মুন্সি (৩২) নামের এক যুবক হাতকড়া অবস্থায় পালিয়েছেন। শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার বয়াতিবাড়ি এলাকা থেকে তিনি পালিয়ে যান।

খোকন মুন্সি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মোতালেব মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন মুন্সি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে খোকন মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে হাতকড়া পরিয়ে এসআই সুশীল চন্দ্র তার মোটরসাইকেলে তোলেন। তাকে মাঝখানে বসিয়ে পিছনে আরেক পুলিশ সদস্য বসেন। প্রায় এক কিলোমিটার পথ যাবার পর ডাসারের বয়াতিবাড়ি এলাকায় আসলে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দিয়ে পালিয়ে যান।

ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র ঘটনা অস্বীকার করে বলেন, আমার এক আসামিকে খোঁজ করছি। তবে হাতকড়া নিয়ে কেউ পালিয়ে যায়নি। তাছাড়া তিনি ওয়ারেন্টভুক্তও নয়।

আরও পড়ুন: হাতকড়াসহ পুলিশের গাড়ি থেকে পালালেন আসামি

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ওই আসামির বাড়িতে আমরা অবস্থান করছি। তার সম্পর্কে বিস্তারিত নিচ্ছি। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর থেকে বেশি কিছু বলা যাবে না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। কীভাবে আসামি পালিয়ে গেছে সেটি তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস