বিনোদন

তামিলের জনপ্রিয় অভিনেতার আত্মহত্যা

একাকীত্ব আর হতাশার শিকার হয়ে আত্মহত্যা করেছেন তামিলের জনপ্রিয় টিভি অভিনেতা সাই প্রশান্ত। গেল রোববার, ১৩ মার্চ রাতে নিজ বাড়িতে তিনি অ্যালকোহলের সঙ্গে বিষ মিশিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই অভিনেতার আত্মহত্যার খবর পেয়ে পুলিশ এসে প্রশান্তের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পোস্ট-মর্টেমের জন্য কিলপোক মেডিকেল কলেজে পাঠিয়েছে।তবে পুলিশ প্রশান্তের আত্মহত্যা বিষয়ে কোনো কিনারা করে উঠতে পারছে না। তারা প্রশান্তের আত্মহত্যার বিষয়ে পরিস্কার করে কিছু না বললেও পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে যে, প্রশান্ত একাকিত্ব থেকে আত্মহত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রশান্ত আন্নামালাই, সেলভি, আরশির মত জনপ্রিয় সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন। তামিল জনপ্রিয় চলচ্চিত্র ‘নেরাম’-এও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি আরো জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর মাত্র তিন মাস আগে আবারো বিয়ে করেছিলেন এই অভিনেতা। তার আত্মহত্যার খবরে তামিলের অভিনয় তারকারা বিস্ময় ও শোক প্রকাশ করেছেন।এলএ/এমএস