বাংলাদেশ শ্রম আইন ২০১৬ সংশোধিত ২০১৩ অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের স্ব-স্ব মালিক কর্তৃক অবিলম্বে নিয়োগপত্র প্রদানসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে শ্রমিকদের ১২ দফা না মেনে নেওয়া হলে ১৩ মে ঢাকায় সড়ক পরিবহন শ্রমিক সমাবেশের মাধ্যমে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য : পৃথক সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, শ্রমিকদের পেনশন, হাইওয়েতে অহেতুক পুলিশের হয়রানি বন্ধ, রাজধানীর যানজট নিরসনে বাস টার্মিনালের আয়তন বৃদ্ধি, যাত্রীদের সুবিধার্থে ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মাঝে অবিলম্বে বণ্টন করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইনসুর আলী, মোজাম্মেল হক, সংগঠনের সদস্য এম. এ হালিম প্রমুখ। এএস/এএইচ/পিআর