শরীয়তপুরে জাটকা ধরার অপরাধে ৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টার দিকে পালং মডেল থানায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত জলিল মালের ছেলে মো. শাহিন (২৪), মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের মো. সালাম খানের ছেলে মো. তাহের (২২) এবং একই গ্রামের মোস্তাক হাওলাদারের ছেলে আ. রহিম (২৫)।পালং মডেল থানা সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে জেলার গোসাইরহাট থেকে মাদারীপুর যাওয়ার পথে সদর উপজেলার বুড়িরহাট বাজার এলাকায় পালং মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এক ট্রাক জাটকা ইলিশসহ ৩ জেলেকে আটক করে। পরে দুপুর ১২টায় পালং মডেল থানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় ৩ জন জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় পালং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আকটকৃত ৪০ মন জাটকা এলাকার দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, পালং মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার ভোরে সদর উপজেলার বুড়িরহাট বাজার এলাকা থেকে এক ট্রাক জাটকা ইলিশসহ ৩ জনকে আটক করে। পরে ৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।ছগির হোসেন/এফএ/এমএস