অর্থনীতি

ছোট কাকু নামে ক্যান্ডি নিয়ে এলো প্রাণ

বই ও টেলিভিশনের চরিত্র ছোট কাকু এবার খাদ্যপণ্য হিসেবে বাজারে পাওয়া যাবে। হ্যাঁ, ছোট কাকু নামে ক্যান্ডি বাজারজাত করবে দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যালেন আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছোট কাকু ক্যান্ডির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ ক্যান্ডির উদ্বোধন উপলক্ষে প্রাণ-চ্যানেল আই যৌথভাবে আয়োজন করে শিশু সমাবেশ।শিশুদের প্রিয় নামে ক্যান্ডির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যালেন আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাট্য ব্যক্তিত্ব আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, অভিনেতা ইমন, শামস সুমন, উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া, প্রাণ কনফেকশনারির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান একেএম মইনুল ইসলাম মইন প্রমুখ।এ সময় ফরিদুর রেজা সাগর ছোট কাকু নামে ক্যান্ডি বাজারজাত করায় প্রাণকে ধন্যবাদ জানান। সুবর্ণা মোস্তফা ছোট কাকু নামে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের দাবি জানান।একেএম মইনুল ইসলাম মইন বলেন, ছোট কাকু শিশুদের কাছে অতিপরিচিত একটি নাম। সেই নামে ক্যান্ডি বাজারজাত করতে পেরে প্রাণ আনন্দিত। ভবিষ্যতে এই নামে আরো পণ্য বাজারজাত করতে চায় প্রাণ। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে প্রাণ শিশুদের জন্য যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকবে।শিশু সমাবেশ : ছোট কাকু ক্যান্ডির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে শিশুরা আবৃত্তি ও গান পরিবেশন করে। শিশুদের আনন্দ দিতে আয়োজকদের চেষ্টা ছিলো চোখে পড়ার মতো। শিশুরা রং তুলি নিয়ে নানা ধরনের ছবি এঁকে সময় পার করে। আরো ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।এসএ/এআরএস/এমএস