মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে’র ছয় ওভারেই ৫৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড; কিন্তু এরপর ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ফলে দারুণভাবে খেলায় ফিরে আসে অস্ট্রেলিয়া।তবে শুরুটা করেন জেমস ফকনার। অষ্টম ওভারে গাপটিলকে ফেরান তিনি। তার বলে গাপটিলের ক্যাচ লুফে নেন ম্যাক্সওয়েল। নবম ও ১১তম ওভারে উইলিয়ামসন ও এন্ডারসনকে ফেরান ম্যাক্সওয়েল। এরপর মিশেল মার্শের বলে ফিরে যান কলিন মুনরো। গাপটিল ৩৯, উইলিয়ামসন ২৪ এবং মুনরো ২৩ রান করেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান। ও রস টেলর ৩ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।আরটি/আইএইচএস/এমএস