দেশজুড়ে

নালিতাবাড়ীতে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর অফিসে পাল্টাপাল্টি হামলা

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজারে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকার নির্বাচনী অফিস ও আ.লীগ প্রার্থী আমান উল্লাহ বাদশার নির্বাচনী অফিসে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নৌকা সমির্থত কতিপয় দুর্বৃত্ত স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের চায়না মোড়স্থ নির্বাচনী অফিসে হামলা চালায় এবং মোটরসাইকেল সমর্থিতদের মারধর করে। এদিকে দশটার দিকে বৈশাখী বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে কতিপয় দুর্বৃত্ত হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়ায় একই সময়ে মায়াঘাসি বাজারে মোটরসাইকেল ও নৌকা প্রতীকের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে মূহুর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা জানান, সকাল সাড়ে নয়টার দিকে চায়না মোড়ে আমার নির্বাচনী কার্যালয়ে নৌকা মার্কার লোকেরা হামলা চালিয়ে অফিস তছনছ করে এবং আমার কর্মীদের মারধর করে। পরে বৈশাখী বাজারে গিয়ে নিজেদের অপরাধ ঢাকতে নিজেরাই তাদের অফিসে হামলা করে এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে আমাদের প্রতি অভিযোগ তোলে।অপরদিকে আমান উল্লাহ বাদশা প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, মোটরসাইকেল মার্কার লোকেরা বৈশাখী বাজারে আমার নির্বাচনী অফিসে হামলা করে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে।এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাকিম বাবুল/এফএ/এমএস