রাজনীতি

বিএনপির কাউন্সিল ঘিরে অফিস যেতে বিড়ম্বনা

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। শনিবার সকাল ১০টায় কাউন্সিল শুরু হলেও তার ঘণ্টা দুয়েক আগেই শাহবাগ থেকে কাকরাইল মোড় পর্যন্ত এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীর। আর সড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল যত বেড়েছে রাস্তায় গাড়ির গতি তত কমেছে। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অফিসমুখিদের। মানুষের এই বিড়ম্বনায় অনেকটা অসহায় অবস্থায় দেখা গেছে পুলিশকে।তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।তিনি বলেন, ‘কাউন্সিল ঘিরে যেকোন অপতৎপরতা ও বিশৃঙ্খলা বন্ধে তৎপর রয়েছে পুলিশ। সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।’ অন্যদিকে ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারি কমিশনার (এসি) মো. ইমানুল জানান, বিপুল জনসমাগমের কারণে রাস্তায় যান চলাচলে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখতে। বিএনপির অসংখ্য নেতা-কর্মী রাস্তায় অবস্থান নেয়ায় রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে দাবি করেন তিনি। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জেইউ/এএস/এনএফ/এমএস