মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে স্টাফ রুমের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে আতঙ্ক নিয়েই সেবা দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে স্টাফ রুমের ছাদের পলেস্তারা খসে পড়ে। টের পেয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যান স্বাস্থ্যকর্মী সাইদুর রহমান। এরপর থেকেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, জরুরি বিভাগের পাশে স্বাস্থ্যকর্মীদের বিশ্রাম কক্ষের ফ্লোরজুড়ে বালু-খোয়া-সিমেন্টের তৈরি পলেস্তারা ছড়িয়ে আছে। আর ওপরে দেখা যায়, ছাদের নিচের অংশ খসে পড়ায় রড বের হয়ে আছে। সেই রডে মরিচা পড়া। ফলে যে কোনো সময় ছাদ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী সীমা রানী বলেন, আমরা এখানে চিকিৎসা নিতে এসেছি। কিন্তু ছাদ ভেঙে পড়ার খবর শোনার পর থেকে খুব ভয়ে আছি।
স্বাস্থ্যকর্মী সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে জরুরি বিভাগে আমার ডিউটি ছিল। রোগী না থাকায় বিশ্রাম নেওয়ার জন্য স্টাফদের রুমে ঢুকে একটু শুয়েছিলাম। এসময় ওপর থেকে আমার গায়ে বালু পড়ায় তাড়াতাড়ি জরুরি বিভাগের রুমে চলে আসি। এর পরপরই ছাদের পলেস্তারা খসে বিছানার ওপর পড়ে।
তিনি বলেন, বছরখানেক আগেও হাসপাতালে সংস্কার কাজ করেছে। কিন্তু তা ভালো হয়নি। আজ যদি আমি মারা যেতাম তাহলে আমার পরিবারের কী হতো? এখন যে কোনো সময় জরুরি বিভাগের ছাদও ধসে পড়তে পারে। আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। আমরা দ্রুত এর একটা সমাধান চাই।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আমিনা নুসরাত জাহান বলেন, অলৌকিকভাবে আমাদের স্টাফটা বেঁচে গেছেন। আমরা আসলেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। এই ভবন অনেক পুরোনো। এখানে নতুন ভবন দরকার। তাছাড়া বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তারা দ্রুত সংস্কার করবেন বলে জানিয়েছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/এএসএম