ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাবু শেখ (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের অভিযোগ, অটোভ্যানের ব্যাটারি চুরির অপবাদে বাবু শেখকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার (৯ আগস্ট) বিকেলে রহস্যময় এ মৃত্যুর ঘটনা ঘটে।
বাবু শেখ উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের মো. মিজানুর শেখের ছেলে।
বাবু শেখের চাচি জোসনা বেগম ও দাদা নইমুদ্দিন শেখ জানান, প্রায় এক মাস আগে একই গ্রামের জাফর শেখের নছিমনের ব্যাটারি চুরি যায়। চুরির অভিযোগে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে জাফর শেখের বাড়ির পাশ দিয়ে আসার সময় বাবু শেখকে ডেকে নিয়ে ঘরে আটকে রাখা হয়। তার বাড়ির লোকজন তাকে (বাবু শেখকে) আনতে গেলে জাফর শেখ তাকে না ছেড়ে চোর সন্দেহে আটকে রাখেন। পরদিন বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে জাফর শেখ বাবুর চাচি জোসনা বেগমকে ফোন করে বলেন বাবু গলায় ফাঁস নিয়েছে।
প্রতিবেশী শিল্পী বেগম (৩৫) বাবুকে জাফর শেখের শোয়ার ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলতে দেখেন এবং পরিবারের লোকজনের সহায়তায় বোয়ালমারী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে বাবু শেখের ভাই সোহেল শেখ অভিযোগ করে বলেন, অটোভ্যানের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে আমার ভাই বাবু শেখকে তুলে নিয়ে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে জাফর শেখের বাড়িতে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। ঘরটি তালাবদ্ধ। তার মোবাইলে যোগাযোগ করা হলে নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম