মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ মাসের শিশুসহ তিনজন আহত হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (১৮ আগস্ট) রাতে শিশুর মামা সজিব বেপারী বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। রাতেই জহুরা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের মৃত মোতালেব হাওলাদারের দুই ছেলে সোনা মিয়া হাওলাদার ও সিরাজুল হাওলাদার। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সোনা মিয়া ও তার মা জহুরা বেগম সিরাজুলের ঘরে প্রবেশ করেন। এ সময় সিরাজুলের স্ত্রী রিমনী বেগম, তার ৯ মাসের ছেলে সাজিদ ও ভাগ্নি ইতি মনিকে কুপিয়ে জখম করে পালিয়ে যান তারা।
আরও পড়ুন: অটোরিকশা-পিকআপভ্যানের সংঘর্ষ, প্রাণ গেলো কলেজছাত্রের
পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ৯ মাসের শিশু সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় শিশুটির মামা সজিব বেপারী বাদী হয়ে তিনজনের নামে মামলা করলে শুক্রবার রাতে অভিযুক্ত জহুরা বেগমকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিরা ঘটনার পর থেকে পলাতক আছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিশু ও তার মাসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার হলেও বাকিদের ধরতে অভিযান চলছে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জিকেএস