মাদারীপুরে মাদকের টাকার জন্য বাবা জলিল উদ্দিন বয়রাকে (৫৫) খুন করেছেন ছেলে ইউসুফ বয়রা।
সোমবার (২১ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে। জলিল উদ্দিন বয়রা একই এলাকার মৃত সোনামতি বয়রার ছেলে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকা চাওয়া নিয়ে বাবা জলিল উদ্দিনের সঙ্গে ইউসুফের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে জলিল উদ্দিন আচার বিক্রি করার জন্য স্থানীয় মিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান। এসময় তার ছেলে ইউসুফ মাদক খেতে টাকা চান। টাকা না দেওয়ায় ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় জলিল উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইউসুফ দ্রুত পালিয়ে যান।
আরও পড়ুন: চাচা-ভাতিজাকে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় জলিলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাহাদুরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. সাহাবুদ্দিন শেখ বলেন, বিদ্যালয়ের কাছে জলিলকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যান ইউসুফ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস