দেশজুড়ে

রাঙামাটিতে আরাকান আর্মির সহযোগী রিমান্ডে

রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী আরাকান আর্মির সহযোগী মং অং থানকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার রাতে শহরের বনরূপার একটি খাবার হোটেল থেকে তাকে আটকের পর রোববার সন্ধ্যায় আদালতে তোলা হয়। জানা গেছে, আদালতে পুলিশ তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাবরিনা আলী। রাঙামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।রাঙামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, মং অং থান জিজ্ঞাসাবাদে নিজেকে মিয়ানমারের নাগরিক ও আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ের সহযোগী বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা দেয়া হয়েছে। রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহীদ উল্লাহ জানান, এর আগে আটক আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়েকে আইনি সহযোগিতা করার জন্য রাঙামাটি আসে বলে স্বীকার করেছেন মং অং থান। উল্লেখ্য, এর আগে আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়েসহ চার সহযোগীকে আটক করা হয়। বর্তমানে তারা রাঙামাটি জেলে আছেন।  সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস