দেশজুড়ে

দিঘলদী ইউপিতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

অনিয়ম, নির্বাচনী অফিস ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভোলা জেলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. রাইসুল আলম। সোমবার দুপুরে শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।এ সময় ইউনিয়ন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী লিয়াকত হোসেন মনসুরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রাইসুল আলমের ভাই ইয়ারুল আলম লিটনও নির্বাচন বয়কটের ঘোষণা দেন। উল্লেখ্য, ১৫ দিন আগে এক সংঘর্ষে রাইসুলের নেতৃত্বে তার লোকজন মনসুরের ওপর হামলায় মনসুরের সামনের পাটের ৩টি দাঁত পড়ে যায়। ওই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল। ওই মামলায় রাইসুল আলম ও তার ৫ ভাই আসামি ছিলেন। অমিতাভ অপু/এসএস/পিআর