বিনোদন

সেলেনাকে মিস করেন বিবার

মার্কিন পপ গায়ক জাস্টিন বিবার ও গায়িকা সেলেনা গোমেজের প্রেমের বিচ্ছেদ ঘটেছে প্রায় দু বছর হয়ে গেলো। কৈশোরে দুরন্ত প্রেমের স্রোতে গা ভাসানো এই তারকা জুটি যৌবনে পা দেয়ার আগে আগেই নিজেদের মধুর প্রেমের সমাপ্তি টানেন। তবে প্রেম না থাকলেও যে এখনো সেলেনাকে বেশ অনুভব করেন বিবার সেটাই বোঝা গেল এবার। সম্প্রতি নিজের ব্যাক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে সেলেনার সাথে তোলা একটি অন্তরঙ্গ চুমুর ছবি প্রকাশ করেন বিবার। আর সে ছবির ক্যাপশনে লেখেন, ‘ফিলস’ মানে অনুভব। ছবিটি মাত্র একদিনের ব্যাবধানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠে এবং ইতোমধ্যে ছবিটি ২ লক্ষবার লাইক করা হয়েছে। তবে এমন ছবি দেখে অনেকেই মনে করছেন আবারো বোধহয় জোড়া লাগতে যাচ্ছে সেলেনা-বিবারের সম্পর্ক। অবশ্য এমন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন সেলেনা নিজেই।ছবির প্রতিক্রিয়ায় সেলেনা জানান, ‘তখন আমরা কিশোর ছিলাম এবং বিবার আমার অতীত বয়ফ্রেন্ড ছিলো। নতুন করে আর কিছুই ভাবছিনা।’ আরএএইচ/এলএ/আরআইপি