জাতীয়

আজকের ধাঁধা : ২২ মার্চ ২০১৬

ধাঁধা :১. ‘লুকাবি কালো মুখ খোলের মাঝে     মাথা কেটে আজ লাগাবো কাজে।’২. ‘লেজের দিকে চাপ দিলে     মাথা উঁচু করে।     যতবার ছেড়ে দাও,     মাথা কুটে মরে।’৩. ‘সাদা সাদা জমিন খানি,     তাতে কালো বীজ বুনি।’৪. ‘সাদা একটি গোলাঘর     নয় লোকালয়।     ঘরের মধ্যে আছে একটা      সোনালি বলয়।’উত্তর :১. কচ্ছপ২. ঢেঁকি৩. চিঠি ৪. ডিমএসইউ/পিআর