আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর মাইজদী পুরাতন কলেজের কাছে ছাত্রলীগের দু`গ্রুপের সংঘর্ষে ওয়াসিম (২২) নামে আরও একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাজিব (২২) নামে ছাত্রলীগের আরও এক কর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইয়াছিন (২১) নামে আরও এক কর্মী গুলিবিদ্ধ হয়। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, মাইজদী পুরাতন কলেজ এলাকার সঙ্গে মাইজদী বাজার সংলগ্ন হাজী বাড়ির আশপাশের এলাকার ছাত্রলীগের কর্মীদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাত ৮টার দিকে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যায়। এ সময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম মারা যায়।এদিকে এ ঘটনার পর পরই সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।মিজানুর রহমান/ এসএস/পিআর