দেশজুড়ে

দোহারে প্রার্থীই দিতে পারেনি জাতীয় পার্টি

নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঢাকার দোহারে সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী। কিন্তু দলের দৈন্যদশায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের প্রার্থীই দিতে পারেনি জাপা। উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন এবং বিএনপির দুই জন। বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী।মো. অলী নামে দোহারে এক ব্যবসায়ী বলেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে জয়লাভ করেন জাতীয় পার্টির সালমা ইসলাম। তবে এবার তাদের জনবল ও কর্মী সমর্থকদের অভাবে নিজেদের গুটিয়ে নিয়েছেন। নির্বাচনের কয়েকমাস আগে প্রার্থী দেয়ার গুঞ্জন শোনা গেলেও সমর্থকদের সাড়া না পাওয়ায় নির্বাচনে অংশ দিচ্ছেন না জাপা।শহীদুল ইসলাম জনি নামে দোহারের স্থানীয় একজন বলেন, দোহারে জাতীয় পার্টির কোনো ভোট নাই, আওয়ামী লীগের কারণেই জাতীয় নির্বাচনে জয় পেয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার ইউপি নির্বাচনে দোহারে মোট ভোটারের সংখ্যা ৮৮ হাজার ৮২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৬১০ জন এবং নারী ভোটার ৪৫ হাজার ২১৪ জন। উপজেলার ৪৫টি কেন্দ্রে আজ (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।উল্লখ্য, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের একাংশের সমর্থন পেয়ে দোহার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলাম।এআর/এএসএস/আরএস/এমএস