রাজনীতি

ইসিতে কেন্দ্র দখলের অভিযোগ জাপার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট প্রদান ও প্রার্থীদের উপর হামলা এবং ভয় ভীতির অভিযোগ এনেছে জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার দুপুরে জাপার একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এসব অভিযোগ করেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব  অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে লিখিত অভিযোগ দেন। রেজাউল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ইসির উপর কোনো আস্থা নেই। আমরা অভিযোগ করেছি কিন্তু কতটুকু কাজ হবে জানি না। নির্বাচনে এ রকম অনিয়ম চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনে হবে না বলে মনে করে দলটি। অভিযোগে বলা হয়েছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট, কর্মীদেরকে মারধর ও অস্ত্রের মুখে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে প্রতিপক্ষ প্রার্থীরা কেন্দ্র দখল করে নিয়েছে। দখলকৃত ইউনিয়নের কেন্দ্রগুলো হলো, ফতেহাবাদ ইউনিয়নের চানপুর, সুলতানপুর, নুরপুর, কোটনা, ফতেহাবাদ প্রাইমারী স্কুল, খলিলপুর, আসানপুর ও বড়কান্দা। ধামতি ইউনিয়নের হাজী আব্দুল মজিদ মক্তব ও দক্ষিণ খার সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজামেহের ইউনিয়নের মরিচা উচ্চ বিদ্যালয় ও বেতরা দক্ষিণ মাদ্রাসা। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্রে দখল মুক্ত করার করার জন্য তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় চিঠিতে।এইচএস/জেএইচ/পিআর