দেশজুড়ে

বেনাপোল সীমান্তে ২২ বাংলাদেশি আটক

দালালের মাধ্যমে বেনাপোল সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ২২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারী আটক হয়নি।মঙ্গলবার সকালে পৃথক ৩টি অভিযানে বেনাপোলের দৌলতপুর সড়কের পাশ থেকে এদের আটক করা হয়। আটক নারী-পুরুষরা চিকিৎসা, বেড়ানো ও কয়েকজন কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যাচ্ছিলেন।আটকরা হলেন, যশোরের নিত্যনন্দ্রের স্ত্রী আখিরা (২৩), স্বপন চন্দ্র শীলের স্ত্রী শিল্পী রানী (২৪), জয়নালের ছেলে হাবিব (৩৭), শামসুলের ছেলে নূরুজ্জামান (৩৬), গোলাম মোস্তফার ছেলে আলম (২০), বজলুর ছেলে ইলিয়াস (৩৩), ঝিনাইদাহের চাঁদ মিয়ার ছেলে জিয়ারুল(২৪), রুহুল আমিনের ছেলে জাহাঙ্গীর (৩০), খুলনার কালাচাঁদের ছেলে শিমুল (১৮) ইয়াকুবের ছেলে আলমগীর (২৮), রবিউলের ছেলে রেজাউল (২৬), বাগেরহাটের সাত্তার খানের ছেলে মিজান খান (২০), জলিলের ছেলে রিয়াজ (১৮), হাকিম মোল্লার ছেলে সবুর (১৯), সশোধরের ছেলে শংকর (৩৬), গোপালগঞ্জের নান্নু ফকিরের ছেলে তুহিন ফকির (২৮), রতন চন্দ্রের ছেলে নিত্যনন্দ (২৫), পিযুস ভদ্রের ছেলে মিল্টন (২৭), ফরিদপুরের শ্যামল দাসের ছেলে বিমল দাস (৫২), মুন্সিগঞ্জের রাম মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৭), নারাণগঞ্জের হরকুমারের ছেলে পলাশ সংকর (২৬) ও পিরোজপুরের শ্যামল বাগচির ছেলে সমির বাগচি (২১)। ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার তোফায়েল ও ২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক নারী-পুরুষের বিরুদ্ধে মামলা হয়েছে।বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জহুরুল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আটকদের যশোর আদালতে পাঠানো হয়েছে। জামাল হোসেন/এফএ/এবিএস