দেশজুড়ে

গো-খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গায় গো-খাদ্যে ভেজাল মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গার হাউসপুর ব্রিজের নিচে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বলেন, গোপন সংবাদর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোখাদ্যে ভেজাল মেশানোর দায়ে মুন্সি ট্রেডার্সের মালিক সোহানুর রহমান বাবুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় এক হাজার কেজি ভেজাল গো-খাদ্য ধ্বংস করা হয়।

আরও পড়ুন: বেশি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, ৬২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মুস্তাকিন মুকুট ও আলমডাঙ্গা থানার এসআই দেবাশীষ মহল্লদার।

হোসাইন মালিক/জেএস/জেআইএম