ময়মনসিংহের গৌরীপুরে পরকীয়া প্রেমের জেরে জামাল মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জামাল পৌরশহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, পূর্বদাপুনিয়া এলাকার শরিফের স্ত্রী শামসুন্নাহারের সঙ্গে পার্শ্ববর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি মীমাংসা করতে একাধিকবার সালিশও হয়েছে। তবে মীমাংসা হয়নি।
শুক্রবার রাতে শামসুন্নাহার মোবাইলে জামাল মিয়াকে তার বাড়িতে ডেকে আনেন। জামাল বাড়িতে ঢুকতেই শামসুন্নাহারের স্বামী শরিফ মিয়া তাকে জিজ্ঞাসা করে কেন তার বাড়িতে এসেছেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ মিয়া, তার ছেলে সজিব ও অপর সহযোগী তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে জামাল মিয়া নিজ বাসায় গেলে স্বজনরা তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামসুন্নাহারের স্বামী মো. শরিফ মিয়া, তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী ছেলের বন্ধু মামুন মিয়াকে আটক করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস