দেশজুড়ে

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

বগুড়া সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে।

ট্রাক মালিক মো. করিম বলেন, শনিবার রাতে ঘোড়াধাপ বন্দরে ট্রাক পার্কিং করে বাড়িতে ঘুমাতে যাই। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে এসে দেখি ট্রাকে আগুন জ্বলছে। দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়।

আরও পড়ুন: ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

তিনি আরও বলেন, আগুনে ট্রাকের কেবিন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে। কারা আগুন দিয়েছে আর কেন আমার এই ক্ষতি করলো বুঝতে পারছি না।

বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার মণ্ডল বলেন, রাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে৷

জেএস/এমএস