দেশজুড়ে

শিবচরে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের শিবচরে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে শিবচর পৌর এলাকায় অবস্থিত এসকল প্রতিষ্ঠানে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচরের বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিবচর স্বাস্থ্য বিভাগ। এ সময় সি-ক্যাটাগরিতে এক্স-রে মেশিন স্থাপন, পরীক্ষার কাজে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, লাইলেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের কারণে মা ও শিশু প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শিবচর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ১৫ হাজার টাকা এবং শিবচর ইউনাইটেড হাসপাতালকে ৫০ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন:

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল সিলগালা, জরিমানা

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। অনিয়ম থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি আমরা ক্লিনিকগুলোকে সচেতন করে দিয়েছি। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।

অভিযানে শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা আক্তার, শিবচর থানা পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/জিকেএস