মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল সিলগালা, জরিমানা
মাদারীপুরের রাজৈরে অভিযানে দুটি হাসপাতাল সিলগালা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজৈর বাসস্ট্যান্ডের পাশে নিরাপদ স্বাস্থ্যসেবা প্রাইভেট হসপিটাল ও ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় রোগীদের অবহেলা করা, নানা সময়ে জীবনহানী ঘটানোসহ ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট না থাকা, ল্যাবের কোয়ালিটি ছাড়াই হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া এবং মেয়াদোত্তীর্ন রি-এজেন্ট পাওয়াসহ নানা অনিয়মে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতাল মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জান্নাতুল ফেরদাউস জাগো নিউজকে বলেন, সরকারি নীতিমালা মেনে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চালাতে হবে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/এমএস