দেশজুড়ে

শ্রীবরদীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বরইকুচি গ্রামে শনিবার রাতে কুলসুম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তার স্বামী তানজিল মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করেছে। রোববার দুপুরে গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বায়ান আলী বাদী হয়ে স্বামীকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।শ্রীবরদী থানা পুলিশের ওসি এস আলম জানান, প্রাথমিক তদন্তে ওই গৃহবধূকে সুকৌশলে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ বলা যাবেনা। তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।হাকিম বাবুল/ এমএএস/পিআর