রাজনীতি

বিএনপির সাবেক মহাসচিব দেলোয়ারের ছেলে ডাবলু মারা গেছেন

বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আরও পড়ুন>>>বাড়ির পাশে এসে বাসচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার

ডাবলুর বড় ভাই আখতার হামিদ বাবলু এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডাবলুর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

কেএইচ/এসআইটি/জেআইএম