জাতীয়

বঙ্গবন্ধু মেডিকেলে গাড়িতে আগুন, যেতে পারছে না ফায়ার সার্ভিস

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পার্কিং করে রাখা কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাড়িগুলোতে আগুন দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়ি।

আরও পড়ুনশাহবাগে আন্দোলনকারীদের অবস্থানগণভবনে চলছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বলেন, বিএসএমএমইউতে আগুন লাগার খবর পেয়েছি। তবে পুলিশ প্রটেকশন না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

এরপর হাসপাতাল ভবনের নিচতলার মার্কেটের ভেতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

টিটি/এমকেআর/জেআইএম