সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তৌফিক মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ছিলানী তাহিরপুর গ্রাম পার্শ্ববর্তী বনোয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তৌফিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে। স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন খান ও তৌফিকের বড় ভাই উজ্জ্বল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রোববার ভোরে উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পালইবিলে নৌকাযোগে মাছ শিকার করতে যান তৌফিকসহ চারজন। এ সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। অন্য তিন সহযোগী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তৌফিককে খুঁজে পাওয়া যায়নি।এসএস/এমএস