আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করছেন নেটিজেনরা।
কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ লিখেছেন, ‘লাল সালাম; লাল মওলানা। তোমার চিন্তামণি আমাদের একত্র হওয়ার আলো দান করে। ১৭ নভেম্বর তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী।’
সাংবাদিক এসকে শাহিন আলম লিখেছেন, ‘মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।’
আরও পড়ুনআসিফ নজরুলের দাবি সম্পর্কে যা বললেন ফরহাদ মজহারদেশের জনসংখ্যা কি সত্যিই ৪০ কোটি?প্রকাশক ও আলোকচিত্রী কামাল মুস্তাফা লিখেছেন, ‘আমি খেটে খাওয়া মানুষের কথা বলি, মওলানা ভাসানী। শ্রদ্ধা।’
কবি দুখু বাঙাল লিখেছেন, ‘মওলানা ভাসানী/ কোথাও আপনি নেই/ না-রাজটিকায়/ না-ফকিরের রেজগিতে;/ আপনার স্থান তাই/ চিরদিন বাঙালির/ হৃদয়ের পাতে।’
কথাসাহিত্যিক এহ্সান মাহমুদ লিখেছেন, ‘শুদ্ধ মওলানা আবদুল হামিদ খান ভাসানী। অশুদ্ধ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাইয়া ও আপু, যারা মওলানাকে নিয়ে রাজনীতি করতে চাইছেন কিংবা বুদ্ধিজীবী হইতে চাইছেন, দয়াকরে সঠিকভাবে তার নামটি লিখতে চেষ্টা করুন।’
এসইউ/জেআইএম