আজকের কৌতুক: বিয়ের জন্য ছুটির আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

কৌতুক এক: বিয়ের জন্য ছুটির আবেদন

কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।

বিজ্ঞাপন

বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।

কর্মচারী: স্যার, আমার বিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বস: বিয়ে করবে ভালো কথা। তো এতদিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?

কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করবো নাকি?

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৌতুক দুই: শালা ঘুমায়

বন্ধুর মোবাইলে কল হচ্ছে কিন্তু রিসিভ করছে না। অগত্যা টিএন্ডটি নম্বরে কল করলাম। ওপাশে বন্ধুর গলা শোনা গেল ‘হ্যালো’

আমি বললাম, ‘কীরে শালা? ফোন ধরিস না ক্যান?’

বিজ্ঞাপন

উত্তর এলো, ‘শালা না। আমি শালার বাপ। শালা ঘুমায়।’

****

কৌতুক তিন: আজ সুমনের বিয়ে

বিজ্ঞাপন

টিটু তার বাবাকে বললো, বাবা ওই বাড়ির সুমনের আজ না বিয়ে?

বাবা: তাতে তোর কী?

টিটু: না মানে ইয়ে…।

বিজ্ঞাপন

বাবা: (উচ্চস্বরে) ইয়ে কী?

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

টিটু: না মানে, সুমন তো আমার চেয়ে দুই বছরের ছোট!

এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।