আজকের কৌতুক : পাইলটের কানে হেডফোন কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২২ আগস্ট ২০২০

পাইলটের কানে হেডফোন কেন?
আকাশে বিমান উড়ছে। এক যাত্রী হঠাৎ করে ককপিটে ঢুকে পড়ল। তা দেখে পাইলট তো অবাক। পাইলটকে আরও অবাক করে দিয়ে লোকটি পাইলটের হেডফোনটা ছিনিয়ে নিল। তারপর লোকটি বলল, ‘আমরা টাকা দেব আর তুমি এইখানে বইসা কানে হেডফোন লাগাইয়া গান শুনবা!’

****

বিজ্ঞাপন

স্ত্রীর দুঃখে কাঁদছে স্বামী
বাবুলকে কাঁদতে দেখে বল্টু এগিয়ে গিয়ে বলল-
বল্টু: কী, কাঁদছিস কেন?
বাবুল: বউয়ের দুঃখে!
বল্টু: কেন? কী হয়েছে?
বাবুল: জানিস, আমার বউয়ের অনেক দুঃখ।
বল্টু: কী এমন দুঃখ?
বাবুল: সে আমার উপর রাগ করে বাবার বাড়ি যেতে পারে না।
বল্টু: কেন পারে না?
বাবুল: আমি তো ঘরজামাই।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মেয়ের ফোন মায়ের হাতে
মেয়ে: আমার মোবাইলটা কিন্তু বেশিরভাগ সময় আম্মুর হাতেই থাকে।
ছেলে: তাহলে তো বিপদ! যদি ধরা পরে যাই?
মেয়ে: চিন্তা করো না।
ছেলে: কেন?
মেয়ে: আমি তোমার নাম লো ব্যাটারি দিয়ে সেভ করে রাখছি। তুমি কল করলেই আম্মু আমার কাছে ফোন চার্জ দিতে বলে।

এসইউ/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।